দ্রুততালে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি
খুশীর নেইকো ঠিকানা -
জী-এস-টী বাড়ে প্রতি মাসে
উপচে পড়ে খজানা ।


শতকরা দশজন ফুলে ঢোল
গরীব, নিরীহ, পথে বসে -
আশায় বেকার দিনগোনে
কথন কর্মের ডাক আসে !


দুস্থর আয় সম্বৎসর শূন্য
ধনীর আয়- হাজার গুণ ,
শতকরা নব্বই তারা শোষিত
শাসক, ভীষণ দক্ষ-নিপুন ।


অধিক আয়ে কার যে ভলা
মানবতা আজ খর্ব- তলানী ,
দিকে দিকে কত অহং-হুংকার
শস্ত্রে সজ্জিত লেঠেল বাহিনী ।


বহু গান শোনা মধুর কণ্ঠে
আচ্ছা দিন দুয়ারে হানা -
চৌদিকে রূপ- সত্য প্রকট
দৃশ্য, তারই শ্রেষ্ঠ নমুনা !


(০৬-০৫-২০২২)
G S T Goods & Services Tax .