পুত্রটা বড়ো একরোখা
হারিয়ে ফেলে খেই ,
কথা বলার আদপ-কায়দা
কোন কালে নেই ।
বাবারে বলে, কি-রকম বাবা ,
আমার ভবিষ্যৎ কী ?
চারিদিক আজ ঝাপসাময়
চোখে অন্ধকার দেখি ।
ভোট দিয়েছো সত্তর বছর
জ্ঞান-গরীমা কৈ ,
কর্মের অবসর শূন্য আজ
মোরা নাজেহাল হই ।
আচ্ছা দিন ভরাট সুদিন
ফুটবে কবে সে ,
মেঘে ঢাকা ঝড়ো আসমান
বজ্র পড়ে যে !


(ইং-০৯-১১-২০১৯)