অশিক্ষা, সর্বদা রূপ তার ভয়াল ,
সুশিক্ষায় যতো সব গরল
তাকে করে কমনীয় সরল ,
একদা জীবনে মেলে শুভফল ।
ঘৃণিত সব অঘটনের মূলে
অশিক্ষার তেজ ধারা চলে ।


ধন-মান বৃদ্ধিতে না মাপ- মানদণ্ড
এসবে শিক্ষার গুণাগুণ মাত্র না মান্য ,
পোষাক, অলঙ্কার, রূপ প্রসাধনে
এসবেও সুশিক্ষা জাগে না ধন্যে-ধন্যে ।
শিশুর সরলতা , ফলভারে নতঃ সে বৃক্ষ
শিক্ষার গুণ- সবে ভালোবাসার উদার বক্ষ ।


(০২-১০-২০২১)