নুন আনতে পান্তা ফুরায়
তবু ধরি গান ,
মন ভুলাই খিদের জ্বালায়
পেতে কিছু ত্রাণ ।
ক্ষুধা পেটে সকাল সাঁঝে
মুষড়ে থাকে পরাণ ,
স্বাদ খুঁজি হাওয়ার মাঝে
নিঃশ্বাসে নেই ঘ্রাণ ।


ভূরিভোজের গল্প শুনে
বড়ই হই মগ্ন
কত না সুখ পুষি মনে
এলো বুঝি লগ্ন ।
ঘুমের ঘোরে ভিরমি খেয়ে
হয়তো একদিন
ক্ষুধার নিদ্রার সুযোগ নিয়ে  
স্বপ্নে বাজিবে বীণ ।


(ইং-১২-০৯-২০২০)