আমার পাশে ধরা পড়ে করোনা
দশঘর সমেত শক্ত বেড়া
লোহার ব্যারিকেট্ , বাইরে যেতে মানা ,
ধরতে পারলে জেল , শক্ত নির্দেশ
বলিহারি আদর যত্ন, আঃমরি স্বদেশ ।


নেই কোন যোগাড়-যন্ত্র, বাঁচার সাধন
সেবায় বাহাদুর সরকারী আমলার মন ,
বারবার করেন হুঁশিয়ার বাজিয়ে সাইরণ !
কড়া পাহারায় পার দেড়মাস
দুধ, ফল, ঔষধ, সব্জি সব বন্দ
প্রায় নিঃস্ব হয় বাঁচার আশ ,
সুব্যবস্থায় কপাল যেন মন্দ ।


ডাইবিটিস্ সাড়ে চারশ ,কিছু খেলে পর
প্রেসার একশত আশি ,না ঔষধ-পত্তর ,
ভেবে খুশ, এরও অধিক আছে কতর ।
ভাগ্য ভাল, না জ্বর ও সর্দি-কাশি
শরীর ভেঙে একাকার- দুর্বল ,
সাথে দাঁতের ব্যথায় ভুগি প্রবল ।


ঠিক এক বছর পর ঐ সময়  
করোনা হ’ল পুনঃ সদয় ,
আমার উভয় পাশে করোনা আসে সেজে নিপুন
আবার গোটা শহরে তার চাপ বেড়ে দশগুণ ।
এবার না বাজে সাইরণ ! না লৌহ ঘেরা
সরকারী আদেশ, বন্দ হবে না এলাকা ;
না বিশেষ নিষেধাজ্ঞা না আটকানো বেড়া ।
সরকার হাত উঁচু করেছে, না অক্সিজেন বা বেড্ ,
তবে মৃত শরীর পাবে না সৎকারে, ধরলেও জেদ ।


(১৫-০৫-২০২১)
গত বছর ২০২০-এপ্রিল- মে তে দেড় মাস কাল Quarantine ছিলাম, শক্ত পাহারায় । এবার ২০২১-মে মাসে করোনা ধারা দশগুণ বেশী অথচ ঐ নিয়ম সরকার মানল না !