পাকাচালক, গড়ীটা চালায় ভাল
সহজে কাজে মানে না পরাজয় ,
উবড়-খাবড় পথে পায় না সে ভয়
ঘাতপ্রতিঘাতে, শিক্ষাটা উত্তম হয় ।
হতে হলে পাকা কি-কি লাগে ?
উপায় বলাটা অতি সহজ ,
কর্ম না করলে অনুভব হয় না
একাগ্রতা-মনোবল-ধৈর্য আগে ।


যাঁরা মহাসাগরের মহান কাণ্ডারী
কত না উদার তাঁদের মন ,
বিশাল আকাশসম অন্তকরণ
বিপদে কর্মে, নেন আরো যতন ।
দেখাগেছে তাঁর পরিপক্কতা
জীবন চলার মাঝে
পর শুভ চিন্তা সকাল সাঁঝে
কষ্টে, অনাহারেও ,থাকেন মজে ।


(১৯-১২-২০২০)