চিনতে পারেনি তাঁরে জনতা
ধুরন্ধর, রূপে মাকাল নেতা !
এক চাইলে হাজারো মেলে -
হাটে বাজারে খালে-বিলে ।


অসাধু মেধায়-ছলে সবার
দেশের সম্পদ করে সাবাড় ।
মানব সেবায় হেলা হেলা
বাঞ্ছা, আশা, সুনামের বেলা ।


বিশেষ কাজ সমস্ত ফেলে
বিদেশ ঘোরা মত্ত তালে ।
শাসন প্রশাসন নিজ হাতে ,
স্বার্থ ধারায় খেলায় মাতে ।


ফিতে কাটায় বেশ মাহির
আর্ত-দুঃখীর করেনা খাতির ,
তারা আবার খবর পাতায় -
নিজ সুনাম নিজে ছাপায় ।


(ইং-২১-০৩-২০১৯)
*-মাহির > ওস্তাদ > নিপুন > পটু ।