সুন্দর সুশাসক, জ্যোতি রূপ তার ,
অপূর্ব ধ্যান-জ্ঞান, শাসনের বাহার !
শিখায়েছে ইংরেজ এর সার বিশ্বে ,
আদর্শ শাসকে ভরা আজি শিষ্যে ৷
একতায় ফুটডালো, কর শাসন ,
ইংরেজের বিজয় ছিল এর কারণ !


ভালরে দেখাও খল -
বলীরে যোগাও জল -
সত্যরে করো আগাছা -
অসতেরে গড়ো পরগাছা !


ন্যায়রে বলো অন্যায় -
বিচার পিষ্ট করো যাঁতায় ,
সমস্যা সদা রাখ ধরে -
সততা দেখাও উপরে-উপরে ৷


গালগল্পে খুব জোর -
বাড়াও দেশে ঘুষখোর -
অকর্মার দল করো ভারী -
মুখে শুধু গাও হরি-হরি !


উপরে সদাচার শাসন ব্যবস্থা ,
পাইবে বাহবা জীবনে সস্তা ৷
খবরদার এর নয় অন্যথা !
শিখে রাখ এ সকল ভব্যতা ৷


(ইং-২৩-০৯-২০১৭)