উঁচ্ছে গাছে হয় না তাল
তুলসী গাছে ঝাল
নিমগাছে ভাঁড় বেঁধে
তাড়ি খোঁজে মাতাল ।


মনটা যার চতুর চিল
বোঝে কি ভালোবাসা ?
বকের আধার চুনোপুঁটি
বাঁচতে করে আশা !


বিশাল সিন্ধু নোনতা জল
পিপাসায় আর্ত অথৈ
মাকাল ফলের বীজ তবু
অঙ্কুর উদ্গম কৈ ?


তাড়ি > খেঁজুরের পুরানো রস জাতীয় ।
(১০-০৩-২০২১)
“বন্ধ্যাদান”, কবি মুকুল সরকার-(১০-০৩-২০২১)
প্রবুদ্ধ কবির কাব্য থেকে প্রেরণা পেয়ে , আমার এ কাব্য লেখা “মাকাল” । প্রিয় কবিকে তাঁর সম্মানে উৎসর্গ করিলাম ।