সাগর মন্থনে ওঠে বিষ ! অতল ,
প্রভুশিব, নীলকণ্ঠ, গণ্ডূষে গরল
তিনি, সরলে সে বিষাক্ত তরল
জীব রক্ষায় পান করেন হলাহল ।
জগৎ সে পায়, মহান নয়টি রত্ন ,
এ ছিল নর-অসুর-দেবতার প্রযত্ন ।


বহুকষ্টের বহু প্রতিক্ষার সে ফসল
গণতন্ত্র নামে নব শাসন হয় সফল ।
গণতন্ত্র, তার স্থানে সে ধ্রুবতারা ,
তার সঠিক দিশা কেহ বোঝে
কেহ বোঝে না,- বেচারা !


ছুরি-চাকু, তার কাজ- কাটা
আবার ময়লা ও সাফ করে ঝাঁটা ।
ব্যবহারে সে সবে হয় তারতম্য
রুচির স্বাদে আলাদা হয় মান্য ,
গণতন্ত্রের আদর্শই মানব ধর্ম ।


এক নাগরিকের সম্মানের স্থান
তাঁর বুক করে টান , যদি চান ,
মন্ত্রী দর্শন হয়, বিনা- নজরাণা !
পেছন ফেরা, ঝুঁকে মাজা, শরীর ,
নির্গমনে লাগে না নতঃ করা শিরঃ ।


(ইং-২৭-০১-২০২০)
( “গণতন্ত্র পৃষ্ঠা-৯”,-ইং-২৭-০১-২০২০), কবি ‘শঙ্খজিৎ ভট্টাচার্য ’ তাঁর কাব্যে মোহিত হয়ে আমার এ কাব্য “মহান গণতন্ত্র” লেখা । কাব্যটি শ্রদ্ধেয় কবির নামে উৎসর্গ করিলাম ।