‘ঢাল নেই তলোয়ার নেই
নিধিরাম সরদার’ ।
শিক্ষা নেই দীক্ষা নেই
নেতা-সুশ্রী জোরদার !
নীতি নেই দিশা নেই
খুববেশী দাম তার !
অসৎ কর্ম মুখ্য ধারা
কালোবাজারি আর পাচার ।


ভোটকালে সব ফেলে
হাত জোড়ায় মত্ত ,
লোকমাঝে প্রভুর-দ্বারে
দেখায় বড়ো ভক্ত ।


রূপ তার বেসামাল
চশমায় থাকে ,
সভামাঝে আঁড়চোখে
জনতারে দেখে ।


সিদ্ধহস্ত ফিতে কাটায়  
ব্যস্ত সে বেজায় ,
এক বার কাটিয়া শেষ -
পাবে নাকো সেথায় ।


আমরা জনগণ ,পিছে কেন !
তারে দেখার জ্বালায় ;
হত্তে দেই সারা দিন  
বরণ করি মালায় !


(ইং-০৬-০২-২০১৯)