পোকা মাকড় বাঁচিতে চায়
উপায়ে নানা বুদ্ধির ধারা ,
শিকারে ফাঁদ পাতে তায়
ছলনা বিদ্যা জানে তারা ।


মানুষ ও শেখে এ বিদ্যা
কীট মত নকল ব্যবহার ,
কীট পতঙ্গ থেকে জাদা
মানুষ ধরে ,করে শিকার ।


কীটের আছে সমতা জ্ঞান
অকাজে নয় জড়ো পাহাড় ,
সভ্য মানব অবুঝ অনজান
জড়োর নেই আকার প্রকার ।


মানুষের ফাঁদ, শক্ত-অটুট
কীটের ফাঁদ তুচ্ছ মানা ,
মানব জয়ী তবু জ্ঞানে খুঁত
উজ্জ্বল চোখেও সে কানা !


(ইং-০৬-১১-২০১৮)
#-হিন্দী শব্দ , জাদা >  বেশী ।