লোভ কার না নেই ?
চাহিদার সাথে লোভের নেইকো শেষ ,
জৈবিক চাহিদায় সবজীবে ভরা হাপিত্তেশ ।


অন্য জীব ধন-সম্পদ-খাদ্য সংগ্রহে রুচি কম
একাজে সভ্য মানুষ অশেষ কর্মক্ষম
এক কথায় নষ্টের যম !


‘অতি লোভে তাঁতী ডোবে’
কথাটা বহু-আগে প্রলিত এ ভবে ,
একদিকে মানুষ নাকি বুদ্ধিমান -
লোভের মূলে মনুষ্য প্রবৃত্তি সর্বশ্রেষ্ঠ স্থান ।


অপকর্মের ঢেঁকি
পদতলে চালনায় মানুষ মনে মনে চায়
স্বার্থোদ্ধারে জগতকে সে দেবে ফাঁকি !


(০৮-০৪-২০২২)