অতি বিষাক্ত সে উদ্যত ফণা
পশুত্ব হিংস্রতা-ক্রূরতা, জানা ,
হীনতা বিচারে ভাবনা অগাধ –
তৃপ্তিতে রক্তপাত, চাখে স্বাদ !
নিরীহ ধ্বংসতে করে না মাপ ,
তার জীব ক্ষয়ে কৈ মনঃস্তাপ ?


বাসনা পূরিতে করে কারাবদ্ধ ,
মোর কণ্ঠস্বর করিতে চিররুদ্ধ !
ক্রূর-জল্লাদ,- পোষে মনোবাঞ্ছা
নির্ঘাত শূলে দেবার আকাঙ্ক্ষা ।
বধের যোগাড়ে আবদ্ধ আমি ,
নিয়ে চলে অজানা বধ্যভূমি !


নিঃশেষ ভাবনা, দুঃখ- ভয় ,
তবু, প্রাণ কাঁদে আশঙ্কায় !
উদ্ধত রুধিতে কন্ঠস্বর বাণী ,
এ অবুঝের কর্মে বাড়ে হয়রানি ।
জল্লাদী কর্ম -চায় প্রাণহানি !
নীরবে- দাঁড়িয়ে-সময় গুনি ।


অশেখা মানবতার আদর্শ পাঠ ,
মিথ্যা দম্ভে, ঠাটবাট-পরিপাট ।
না জানা দীপ্তমান নির্মল সকাল -
স্বাদে, অনভিজ্ঞ সৎ মিঠা ফল ।
চায় রাজ ! জল-জমি-আশমান -
নীচুতা, জল্লাদধর্মে বাড়ায় মান ,
তার ক্ষুদ্র স্বার্থ, সীমিত ভাবনা -
জ্ঞানে গোষ্পদ জল, সিন্ধু মানা ।


(ইং-১১-১০-২০১৮)