‘মহাজন’ আর ‘মাহাজন’
টেকা কষ্ট, দুয়ের জ্বালায় ,
অস্থির-ঝালাপালা মন ।


দাদন শোধে বেজায় তাড়া
রাত দুপুরে কড়া নাড়া
ঘাটের মড়া পায় সাড়া !


মাহাজন সে হিসাব কষে
বাড়ি-ঘর-দোর চায়
আছি ভয়ে, চিন্তা তাড়ায় ।


মহাজন দেখায় পথ
ত্যাগে রাখো- মনোরথ
সব ছেড়ে হও- সৎ ,
লাভের চিন্তা নয় মোটে
পর সেবায় হও মুটে
সাদামাটা জীবন পথেই
একদা মুক্তিপাবে- বটে ।


(২৮-১০-২০২০)