জীবের প্রাণশক্তি লুকানো নীচে ,
ভরপুর বরষণে ভূঁইফোঁড় নাচে !
ভরে, অজস্র আনাচে কানাচে -
বাড়াটা সহজ, অতি স্বতেজে ।


দৃষ্টিতে আসে, নানা আগাছা -
চাপে, আসলটার, কষ্টে বাঁচা ।
তেজবৃদ্ধি শ্বাপদ, কীট-পতঙ্গ ,
মেতে, শুভর বুকে, করে রঙ্গ !


পর্যাপ্ত জল, শুদ্ধ বাতাস, সার ,
উন্মুক্ত আলো, রোদ,-উপহার ;
বান, যেন আসে নবজোয়ার -
তরতরিয়ে বাড়া-বৃদ্ধি অপার ।


উন্নতি যখন, তীব্র বাঁধন ছাড়া -
জ্ঞান বিপথগামী, সুপথ অধরা !
অপসংস্কৃতি জড়াবে দেহঘরে ,
ভরে উঠান, আগাছায় সমহারে !


অর্থ আর জ্ঞান যদি হয় অমিল -
ঘটে অধঃপতন শীঘ্র, তিল-তিল ;
ক্ষণে অর্থে, অনর্থ টেনে আনে ,
অবুঝ হতাশা, ভরে দেহ মনে !!


(ইং-০৭-০৪-২০১৮) -বেঙ্গালুর