কতোর জীবন, বসন্ত-বাতাস,
শুখময় তার বারটি মাস !
পৈতৃক সম্পদে অপরূপ সাজ -
দিলে কাজ, মাথায় পড়ে বাজ !


শিক্ষকের শিক্ষা অধরা যতো -
ভাবনা । কী কাজ জেনে অত ?
পাস ফেল নিয়ে করে নেকামি -
ঘরে জ্বলে নাই ! সময়ে টেমি !


খেলতে নেমেছে খেলার মাঠে,
চায় না খেলতে বিনা শার্ট বুটে ।
আকাশ কালো মেঘেতে- ভীতু !
ঐ মাত্র হাওয়া-, ভয়ের হেতু ।


গতির স্বপক্ষে, উপযুক্ত গুণী -
সে বায় তরী, অনুকূলে জানি ।
দুয়ারে আসিলে ঝঞ্ঝা-ঝড় -
সে অসাড়, প্রতিবাদে বেখবর ।
চায় সবার মাঝে- জয় তার -
খোঁজে উপায়, দয়া আস্থার ।


(ইং-০৪-০৭-২০১৮)