সুখ সহজে ধরা দেয় না !
তবু জীবনে পণ, সুখদ ভাবনা ,
সে সুখ পেতে কত না জল্পনা
চঞ্চল আস্থা রূপে জীবন রচনা ।
যতই করো না কাতর প্রার্থনা ,
সে, কোন ডাকের ধার ধারে না ।


দুঃখ-কষ্টের মাতন ,ঘর্মঝরা ধন
কঠোর পরিশ্রম, ধৈর্য্যে একমন
সে থাকে কাছে আলো করে ভবন ।


অলস খেয়ালী অধ্যানি ,অবিবেচক ,
যদি চায় সহজ পথে সুখভোগ
তারে ভোগায় যথেষ্ট দুর্ভোগ ।


সুখের দাম-মূল্য পেতে হলে
তুচ্ছ লোভ-মোহ সব ফেলে-
কন্টক হার পরিতে হয় গলে !


ঘুমিয়ে, গা এলিয়ে ,স্বপ্ন দেখা –
মুফতে অকাজের কুশিক্ষা শেখা-
সুখেরা নয় এত মহামূর্খ-বোকা ।
অন্ধকারের গৃহ, করে না ঝলমলে
নদী পুকুর খানা-ডোবা ,অকালে
ভরে দেবে না সে দয়াতে জলে ।


(ইং-০১-০৩-২০২০)
*-কষ্ট করলেই সুখ পাওয়া যায়, তার ও নিশ্চয়তা নেই, কাব্যে সবই ব্যঙ্গে বলা ।