বসন্তের সুখ পিঁপড়ে পায় না, কর্মব্যস্ত জীবন
সংবৎসরের খাবার জোগাড়ে একাগ্রতায় মন ।
তারা,কর্ম করে ঘর্ম ঝরে, ফড়িং সে করে ব্যঙ্গ ,
খিলখিলিয়ে হাস্য করে দেখে পিঁপড়ের রঙ্গ ।


বেজায় মেতে নাচে গানে, বসন্তে ফড়িং সুখী ।
ফিরে আসে শীতকাল, তারা অভাবী- দুঃখী ,
পিঁপড়েরা সব মাটির নীচে উষ্ণওমে মস্ত
ব্যবস্থিত জীবন ধারায়- হয় না শীতে ত্রস্ত ।


সুশ্রীদেহ, উড়তে পারে, বলশালী তবু কাতর ,
পিপড়ের দ্বারে খাদ্য চায়, উদ্ধারিতে মন্দর ।
পিঁপড়ে বলে, ও ভাই ! সুদিনে খুব নাচো
দিচ্ছি খাবার দুর্দিনে, আগে- কর্ম করে বাঁচো ।


(ইং-০৯-০১-২০২০)