সে শান্তির আবেশ সুখের আশ ,
সহ্যতে তার লাগি, কষ্ট বারমাস ।
আবার সুখ সে- এত যে ছলে !
কখনো অতি দুঃখ ঘনায় কপালে ।


পতঙ্গ সে উজ্জ্বলা রঙ্গে ধায় ,
সুখে আগুনে ঝাঁপ ! প্রাণ হারায় ।
গাধা পেলে মাঠ ভরা- প্রচুর ঘাস ,
ক্রমে আগে বাড়ে অতির বিশ্বাস ।


অসৎ হাতে অর্থ, বল, পেলে
চলে কত, দম্ভে ! জৌলুস চালে ।
পয়সা হ’লে বাজে, বিয়ের বাজনা ,
কাজে, খরচা পাতি বাড়ে নানা ।


আবার শক্তি প্রদর্শনে কত-কত ,
গোলা বারুদ জড়ো করে অবিরত ।
সুখ কখনো অতিষ্ঠে এ,সি, ছেড়ে ,
গাছ তলায় মেলে, মাটির পরে ।


(ইং-১2-১২-২০১৮)