শান্তাক্লজ সে তোফা সাথে
স্বপ্নতে আসে রাতে
এ কথাটায় টনক নড়ে  
ঐ দারোয়ানের মাথে ।
বিভোর ছিল স্বপ্ন নিয়ে
সে গভীর নিদ্রায় মাতে ,
রাজ বাড়িতে মহা ভোজ
লোক সমাগম তাতে ।


মণ্ডা-মিঠাই রুটি-লুচি
কে কত আর খাবে ,
তরল পানীয় গ্লাসে গ্লাসে
গলায় ঢালে সবে ।
হেসে খেলে আহ্লাদে ক্ষণ
কত সুখের জীবন ,
ভাবতে পারে না এমন দিন
আনন্দ ভরা মন ।


বাঁচছে যতো খাবার দাবার
যে পারে যতো নেয় ,
নানা রকম আওয়াজ ভরে
দারোয়ান টের পায় ।


সকালে উঠে মালিক জাগায়
করেছিস ওরে কী ?
সারা আসবাব চুরি গেছে
এখনো ঘুমাস দেখি !


(ইং-২৫-১২-২০১৯)