জলেও নামা, তবু অভেজা বদন
হাবজা খাব,  সুস্থ্যতায় চিন্তন !
কাজল কুটীর , দাগ না ! বসন ,
অজানা নামতা, অঙ্কেতে যতন !


সখের লেখক, আধুনিক জ্ঞান
চলমান ঘটনায় অতি অনজান !
যৌক্তিকতায় ভরা, ভাগ্য মানা ,
প্রতিটি কাজে নিয়তিকে টানা ;
তর্কে রায় ,বারবার পালটায় -
বাঁচা, আস্থায় রামাবলি- গায়।


জঞ্জাল , দুর্গন্ধ , এড়িয়ে চলা -
আচরণ, দুয়ারে কচড়া ফেলা !
জয় পেতে, বাজি ধরা শেষে -
ঋণের কড়ি খুব চলে ঘোড়রেসে !


কাজেতে অহরহ বাহানা-অজুহাত  ,
চাই মাছ মাংস, পোলাও, ঘিভাত !
নেব না কারো দায়িত্ব, বাঁচব সুখে ,
সবে যেন দেখে, সে পতিত দুঃখে ।


(ইং-০৬-০৫-২০১৮)-