নিজ স্বচেতনায় ভায়
                 কত, অযাচিত সংশয় !
দৃশ্যমান সম্মুখ শঙ্কাকুল পথ ,
                  ভীতিপ্রদ আশঙ্কা অগাধ!
নয়নে সম্প্রতি, সদা প্রকট ৷
                  শিহরণ ক্ষণে-ক্ষণ
যেন ক্ষত বিক্ষত মন -
                  চিন্তা-ভাবনা ভরাট ৷
ভয়ার্ত ভাবনার ঘোর ,
                  হবে কি নির্বাপিত ওর ?
চিন্তা যে বিকট !


                 দৃঢ়পণ মতি কী ভাবায় !
হেথায় সারিতে উপায় -
                 পরাজয় না পুরুষার্থ ক্ষয় ?
দ্বন্দ্ব ,সহমত, অন্তরে বাজে-
                 তবু ও প্রতিষ্ঠা চাই ,
কঠোর সমাজ মাঝে সর্বদাই -
                 প্রতিটি কর্তব্য কাজে ৷


অটল দখল পরিপূর্ণ দৃঢ় মতি-
                  হৃদয়ে ভরিয়া সত্যের জ্যোতি ;
খর্ব করিয়া সর্ব আপদ
                 উন্নতির সোপান ঐ যে সম্পদ -
তুচ্ছ সব বাঁধা ঠেলে-
                  বিপুল উদ্দমে গতিমান চলে ,
সকল কষ্ট দু’পায়ে ডলে -
                 দৃঢ়নিশ্চয়ে, অবশ্য গন্তব্য মেলে ৷


(ইং-04-08-2016)