সরল হওয়া খুবই কঠিন
গরল হওয়া সোজা ,
চিলাচার, ছিনিয়ে খাওয়া
কর্মে আসে মজা ।
মজায় মজায় জীবন চাই
ত্যাগ ভাবনায় অধম ,
লুটের মালে জীবন-যাপন
বেজায় মান্যতে ধরম ।
সরলতায় ঝামেলা অনেক
কষ্টের যতো পথ ,
গরল মনে চলতে শেখা
পোরে মনোরথ ।


সরলের হাঁড়ি তাপ পায় না
অফোটা রয় আহার ,
গরলের ঘর সম্পদে ভরা
শীতোষ্ণতার বাহার ।
আত্মতৃপ্তি কার যে বেশী
কে বা কত দামী ,
উপরে বসে বিবেক রাজা
হাসেন অন্তর্যামী ।


(১৭-১২-২০২০)