ভরসায় ভরে, গরীব ঘরে-
শূন্য কড়াই, উনুন ’পরে ,
যুগ-যুগ ধরে, জ্বলে সজোরে ,
টুকরো মুখে, পাবার তরে !


কড়াই জ্বলে-জ্বলে, তপ্ত লাল !
ঘরেতে নাই কোন সম্বল -
জীবন সেথা চির অচল ;
দু’এক ফোঁটা, দিলে ও জল
হয় না কড়াই, ঠাণ্ডা-শীতল !
ছ্যাৎ করে ধরে, বাষ্পের সকল
ভুখা কাঁদে, রয়ে বেহাল !


ভাবে গরীব, কপাল-কপাল !
উপায় বিহীন, এই আকাল -
অভাব খাবার, শুষ্ক গাল -
খাটছে তবু সন্ধ্যে সকাল ৷
রাজক এলো ,রাজক গেল-
কৈ-বা তারা আপন হল ?


তপ্ত-লাল, উননে কড়াই -
অভাব সেথা, নাই ভরপাই !
তবু জ্বালায়, আশায় উনুন ,
যদি কখনো জোটে নুন  !


(ইং-২৫-০৬-২০১৭)
হিন্দী শব্দ, সকল > শরীর, চেহারা