তারা অষ্টপ্রহর ভরে কর্ণকুহর
আকাশে বাতাসে তীব্র চিৎকার !
প্রতি আওয়াজ, ন্যায়মত জায়জ
তবু, মানে না সবে অতি সহজ ।
শুনে কৈ অবাক -আর্তর ডাক ,
বিগলিত না মন-লাগে না তাক !


ন্যায়দোরে প্রহসন, হতাশ ভরে
সব চিৎকার যায় হাওয়ায় উড়ে ।
তৃষ্ণার্ত শব্দ ভরা, দাবির মিছিল
কত না ডাকে পিপাসিত চিল ।


আব্রু হারিয়ে করে, চিৎকার  !
তা’ হল মাতালের সুখের খবর ।
সময় দিনকাল করোনায় আকাল
চিৎকারে কাঁদে অভুক্ত কেবল ।
যুগে-যুগে নভে, মহাশূন্য পরে ,
শুধু ইথার জগৎ চিৎকারে ভরে ।


(ইং-০২-০৮-২০২০)
>-জায়জ > ঠিক , ন্যায্য ।