চাষে নামে না কাদায় ,
সুগন্ধি চালের পিঠে পায়েস তারাই খায় ।
পাথর ভাঙল কারা !
সে রাস্তায় গাড়ি চড়ে, কারা হয় সারা ?
পশম যোগায় যারা ,
তাদের জীবন, ভেড়া চরিয়েই বাঁচা-মরা ।
স্কুলের সে পাহারাদার ,
ভাগ্যে, তার শিশুর উচ্চ শিক্ষা হয় না আর ।
ভোটে জিতে রাজটি পেয়ে ,
সেবা ছাড়ি, নেতার বাড়াবাড়ি , ভাগ্য জয়ে ।
সমাজে দালাল যদি মান্য ,
শেষ ধর্ম বেঁচে, কলিতে সেবকের জীবন শূন্য ।


(ইং-১৮-০১-২০২০)