অতি পবিত্র সে শ্রমিক দিবস
দেয় সন্দেশ সর্বহারার বিশ্বাস ,
পুনঃ, শৃঙ্খলে আবদ্ধ- রুদ্ধশ্বাস !
যেন সমাপ্তিতে তার নাভিশ্বাস ।


একি হেরি সংসদে ! ডানে-বামে ,
প্রতি আসনে আজ কারা জমে ?
রথী ,মহারথী, তারা যে মহাধনি ,
সাংসদ সমস্ত, কোটিপতি শ্রেণী !


ছল-বল-কৌশলে, তারা আসে  
সামন্ত ব্যবস্থায় ভরা এ দৃশ্যে ,
তারা অর্থবান, মহাবলে বলিয়ান -
সংসদে, শ্রমিক কম-পায় স্থান !


শ্রমিক, কিষাণ, সংখ্যায় বড়ো
সামন্তির কাছে তুচ্ছ ! নড়বড় ,
উপায়হীন পরিবর্তনে এ ধারা -
ক্ষণে, শ্রমিক যায় যে মাঠে মারা !


সাম্যবাদ, এনে দেয় যদিও অস্ত্র ,
চাপে শ্রমিক আজ শঙ্কায় ত্রস্ত !
চাই বিপ্লবে- পুনঃ নিক, সে যত্ন ,
রক্ষার্থে শ্রমিক দিবস, মহারত্ন ।


(ইং- ৩০-০৪-২০১৮) . ব্যাঙ্গালোর