ইংরেজী, দু’হাজার সতের, ছ’জুন ,
মধ্য প্রদেশ, জেলা-মনসৌর, ছ’জন ,
খাওয়ার অভাব ! খায় গুলি !
মরণের সাথে করে মিতালী ৷


কারণ ? দাম চায় তার ফসল -
বহু ব্যয় হয়, উৎপাদিতে সকল ৷
অনুমতি এবং নির্ধারিত সময় মত ,
তারা আন্দোনল করে প্রচুর মত ৷


তবু দোষ, কেন হয় একত্র ?
তারা দেশে মজদুর, কিষাণ মাত্র !
অধিকার নাই সরকারে ,জানানো দাবি -
নেই লড়া- আলোড়ন, তার সখ বা হবি !


তারা জন্মেছে, খেটে খেতে !
কেন যায় !পারিশ্রমিক চাইতে ?
স্বাধীন দেশে ওদের এত স্পর্ধা !
এটাই সঠিক শাসক বার্তা !


আমরা উড়াই জী,এস,এল,ভি,
মার্ক-তিন, ওজনে হাজারো কেজী ৷
বিশ্বে খুব নাম-ডাক -
হোক না কিষাণ গুলি খেয়ে অবাক !
আহতে ভরা হাসপাতাল ! ঐ মনসৌর ,
গত ! চিরনিদ্রায় ! দেখিবে না আর ভোর !


(ইং-০৬-০৬-২০১৭)
(ইং-০৬-০৬-২০১৭)- আন্দোলনকারী, পরলোক গত কিষাণ ভাইদের শ্রদ্ধাঞ্জলি জানাই ৷