মাঠেতে অবসরে বৃদ্ধরা বসে
মজে গল্পে সাথে ,
জীবন-অভিজ্ঞতা ,আলোচনা-
কথার ছলে মাতে ।


এক দুঃখী বৃদ্ধ, ঘটনা জানায় -
শোনরে ওহে ভাই !
বড়ো আয়ের আমার ছেলেটা -
তার যে জবাব নাই !
তার মাসে আসে এতো টাকা
যায় না হাতে গোনা ,
তবে সব ভাল যে, তার ঘরে -
আমার যাওয়া মানা !


আর এক বৃদ্ধ বলেন খুশীতে
শোন পুত্রের কথা ,
একবার যাই তার বাসভবনে
গালমন্দ পাই সেথা !


তৎক্ষণাৎ অপর বলে ওঠেন ,
সে তো তুচ্ছ ব্যাপার !
আমার বেলায় ওঠে ঘাড়ে হাত ,
ধাক্কায় ভাঙে হাড় !
তাতে হয়েছে বেজায় শিক্ষা !
সে পথে আর যাই ,
ওরা উঠেছে অনেক উপরে !
অভিজাত বর্গ তাই !!


(ইং-২১-০৫-২০১৮)