সঠিক পথে চালনায় , ইতিহাস উপায় জানায়    
         সংসারের ন্যায় নীতি-আচার ,
সমগ্র জীব জগতের   বাঞ্চিত মত্ সংসারের
          সে এ যুগের শ্রেষ্ঠ উপহার ।
তুচ্ছ অশুভ ভাবনা ,      ভয় ভীতি অজানা
           শিখায় সে করতে জয় ,
পথের অহিত অনাচার  উপায় জানা ও ফেরার
          বলে দিশা, সম্ভব তার ক্ষয় ।
তবু দাঁড়িয়ে শিহরে     বলা হয় বারে-বারে
          ফের হে , অবুঝ মানুষ ,
নির্ভয়ে করো কাজ      ইতিহাস সাথে আজ
          পাথেয় কর জ্ঞান- হুশ ।


একদা ছিলে সুপ্ত         বুকে নিয়ে ক্ষত
          আদিমের ছায়া তলে ,
ভরা ছিলে জলে         নানা কৌতূহলে
          জয় টিকা লাগেনি ভালে ।
আজও অতীত সংশয়    নিছক ভালবাসায়
           মানব ভোগে যাতনা ,
নানা দ্বন্দ্ব বিভেদ        কিছুই হয়নি উচ্ছেদ
        মান্যতায় কেহ নেয় না ।


সততার পরাকাষ্টা      তোমার যে প্রতিষ্ঠা
           সঠতা সেথা সম্পূর্ণ নির্মূল ,
তুমি সদা গতিমান     করিছ জ্ঞান প্রদান
           সত্যতায় কুসুমিত ফুল ।
প্রসারে ভরা সুবাস , সাথে বাঁচার বিশ্বাস
          সরল সহজ উপায় প্রকাশ ,
চৈতন্য জ্ঞান উদয়ে, কত কাল শেষ ক্ষয়ে ,
        তুমি কর্মে অবিচল, না হতাস ।


(ইং-১২-০৬-২০১৭)