বর্ণ- জাতি- শ্রেণী,        অজ্ঞানী, গুণী-জ্ঞানী
            সবারে কর সখা-সাথী  ,
উঁচু- নীচ -পতিত ,          বুকে স্থান অবারিত
             চমক সমতায় প্রদীপ্তি ।
দুর্বল ভীত অসহায় ,         শূন্য উপায় ন্যায়
             ইতিহাস জ্বলন্ত সাক্ষ্য ,
যোগাও বল উদ্যম ,        দূর কর কত ভ্রম
            যুক্তিতর্ক জানাও, প্রত্যক্ষ ।


পরিবর্তনে চির-ফাঁড়  এ বাঞ্ছা নয় তোমার
             ইতিহাস ধরে মহাজিদ ,
তারা- ভোলারা ভোলে ,  ইতিহাস রাখে তুলে
           গড়ে তার মজবুত ভিত ।
যার যা বহন কর্ম ,    যুগ-যুগ ধারণে ধর্ম
           ইতিহাস, নিরলস চলে ,
ঘনঘোর সংকটে ,       দৃঢ় মনে সে খাটে
          একার চলন যে সচলে ।


বিজ্ঞান পদ্ধতিতে চিজ্   হরসম্ভব গড়ে সজীব
            সফলতা দানে তার শিক্ষা ,
সুচারু রাজ কাজে     দেখি না কোন খোঁজে
         নবনীতির পায়নি যেন দীক্ষা ?
অযাচিত জ্ঞান সবে,  ইতিহাস মন্ত্রণা দিবে    
          দু’হাতে দানে যেন প্রসাদ ,
তবু ভরি চিরাচরিত ,     অতীত পুরাতন রীত
         ফেলি না অকাজের ফ্যাসাদ ।


(ইং-১২-০৬-২০১৭)