নিখাদ সত্য, দেশ ভালোবাসায়
চাষি-মজদুর, কাজ করে যায়
আরো আছে লুকোচুরির কর্ম
অসতের জালে ভরা সে ধর্ম ।


কিছু প্রভাববান হেয়ালীপনায়
রাত দিন অসৎ কর্মে কাল কাটায় ,
মধুর চাতুর্য্যে নীতি ও শিল্পকলায়
জনমানসে বিষাক্ত উচ্ছিষ্ট ছড়ায় ।


জনগণের কষ্টার্জিত ধন-সম্পদ
অসতেরা করতে চায় আত্মসাৎ ,
তারা রূপবন্ত সাজে- নধর প্রভু
গলায় ফুলমালা শোভে কভু-কভু
মানবের জ্ঞান চক্ষুতে ঝোকে ধূল
সাধারণের অসাধ্য ধরা এ ভুল ।


(১২-০৯-২০২১)