অসীম শক্তির মন্ত্র, কত গুণের সে খজানা
প্রাণ-চিত্ত-মন-হৃদয় ,অমানা বন্ধন সীমানা ,
চঞ্চল চিত্ত পৃথিবীর সীমারেখা ভেদ করে
জল-স্থল-বন-মরু , সবই দেখে ঘুরে ঘুরে ।
পেয়ে ধী-মেধা-বুদ্ধি-জ্ঞান, অধ্যব্যসায় ধরে
মানুষ খোঁজে রূপ-রস-গন্ধ, সুখের তরে ,
নানা উপায়ে , কর্মচেষ্টায় রাতদিন এক
যতো জানে ততো বেশী বিজ্ঞ হয় অবাক !
মানুষের কাছে আছে, জিজ্ঞাসু অদম্য মন
সত্য-আসল-মূল , জানতে চায়- সর্বক্ষণ ।


(০৫-১২-২০২০)