লেখক বেঁচে নীতিরে ধরে ,
বিচারে কলমে দেন সাড়া  
অন্যায় অপসংস্কৃতির তরে ,
ষেন ঘটে ভূচাল-নাড়াচাড়া ।


আত্মীয় কুটুম দূরে ভাগে
ছেলে-পুলেরা হয় ভিন্ন ,
সমাজ দ্বারা যাতনা ভোগে  
তাঁর ক্ষুধায় মেলে না অন্ন ।


পদেপদে ঘেরে অসীম ভয় ,
ভরে, অশুভ-উচ্ছিষ্ট চেলা
কতটা আর বা সবুর-সয় !
শাস্তি, মাথায় ঘোল ঢালা ।


ভাটির টানে বাইলে নৌকা
আহ্লাদে মাতা । মামার জয় ,
জ্বালা-যন্ত্রণার নেইকো মৌকা ;
তোষামোদী জীবন শান্তিময় !


(ইং-১৮-০৮-২০১৯)