উনিশশত সতেরো, রুশ বিপ্লব ,
সাম্যবাদের নয়া রূপ হয় উদ্ভব ।
কি দিয়েছে তার সৃষ্টি কালে ?
তা’ নিয়ে কতো গবেষণা চলে !
মানুষ তার অস্তিত্ব, স্বাধীনতা ,
সর্বজন বাঁচিতে -পায় স্থিরতা !
এখন সন্, দু’হাজার সতেরো ,
তার যুগ, শতবর্ষ করিল পুরো ।


এখন উল্টো ঘোরে সে চাকা -
সে উদ্দেশ্য, আদর্শ ,হল ফাঁকা !
সর্বহারা, অসহায়ের রক্ষা কবচ !
চলে গেল জলে ! অতি সহজ ।
লক্ষ-লক্ষ বলিদানে যাহা মেলে -
মোরা তুচ্ছ ভেবে দেই ফেলে !


আলাদীনের চিরাগ, অমূল্য হীরা !
যতনে ধরিনা- বুকেতে আমরা ।
আর কী পাব ? সে অমূল্য রতন !
পুনঃ, সরসে-সুখে,ভরিবে জীবন ?


কাদের ধর্ম ,বিশ্বমঙ্গল তাড়াতে ,
কি স্বার্থে, রণহুঙ্কার তার সাড়াতে ?
বছর আসছে- দু’হাজার আঠারো ,
করি আশা, কর্ম হোক, শুভ-বড়ো ।


(ইং-২৯-১২-২০১৭)