এক বালটি দুধ সেও যায় শড়ে ,
একফোঁটা গোমূত্রই এ কাজ করে ।
সুস্বাদু ব্যঞ্জন মুখে ওঠে না
নুন যদি বেশী হয়, অখাদ্যপনা ।


সমাজের বুকে পিচ্, ফেবিকল্ ,
কিছুর কর্মজ্ঞান, শোভে অবিকল !
আপন আস্থা-মতি, দুর্বোধ্য কত
দেখি জীবন সেথা গণ্ডিবদ্ধ মত ।


বিকাশকে যদি হয় করা অবরুদ্ধ
দূষিত করা সেথা জান-মাল সুদ্ধ ।
সামাজ কিবা করে তার গতি পথে ?
তার যে পরম ধর্ম, চলা সবসাথে ।


(ইং-১৯-০৭-২০১৯)