বাপমরা কন্যা, বছর সাত
শ্রমে মার ঘরে জোটে দু’মুঠো ভাত ;
ঝুপড়ির সামনে দিয়ে কত যায় স্কুলে
সাথী হারা কন্যাটি চেখের জল ফ্যালে ।


সেও চায় জামা জুতো বই
আকাঙ্ক্ষা, হবে সহপাঠী,সখা-সই ;
জনম তার কুড়েঘর, দেখে নানা স্বপ্ন ,
খেলায় মন ,ভাঙা হাঁড়িকুড়ি, সে সবে মগ্ন ।


স্কুলের ঘন্টায় দেয় যেন কান
আশায় টলমল অবুঝ তার পরাণ ;
পিঠে ব্যাগ, সাজগোঁজ, মায়ের হাতে
পাঠশালায় মা তাকে নিয়ে যাবে সাথে ।


(ইং-১৯-০৭-২০১৯)
“যুগ যুগ চলছে অনৈতিক খেলা
আজো সইছে গরীব ক্ষুধার জ্বালা”।
নাসিরউদ্দিন তরফদার (অনুব্রত কবি) ১৯/০৭/২০১৯, ১৮:১৭ মি:


আমার কবিতায় মনকাড়া মন্তব্য দিয়েছেন (পারানি-ব্যঙ্গ) ।
অত্যন্ত খুশী হয়ে আজকার কবিতাটি তাঁর নামে স্বশ্রদ্ধ উৎসর্গ করলাম ।