কি লিখি,- ধুর......ছাই !
লেখার ঢকপদ মাথামুণ্ডু- নাই
রুচিতে অখাদ্য ভাব,.... সে গণ্ডিবদ্ধ ,
শুধু লিখে লিখে ভরা খাতার পাতা
কারো কাজে আসে না ,বন্ধু-ভ্রাতা
বাস্তব কর্ম-কাজে, অচল-অশুদ্ধ ।


হঠাৎ যদি আত্মা চমকায় ,আমজনতায় !
রুচির সন্দেশে যদি কেহ আস্বাদ পায় ;
আগ্রহে কানাফুসি ব্যস্ততা কত তোড়জোড়-
খবরে চলে না আপত্তি-ওজর ,
সারা তল্লাটে গুজবে পায় মহাজোর -
তখন ওড়ে পাখনা মেলে- সে সামান্য খবর !


ঐ যে এঁদো পুকুর- অপরিচিত্,- নামগোত্র হীন ,
জীবন যন্ত্রণায়, অনাথ-বিধবা দুঃখী-দীন
বিঘ্নে , শান্তি পেতে জীবনলীলা -
একদিন করে শেষ । সন্ধ্যায়-অবেলা !
এবার দেখ নামের বাহার , সে পুকুরের জেল্লা -
কতর মুখে, রসে-বসে ছড়ায়, দূর-দূর খবর ,
যে শোনে নিজেরে মানে ভাগ্যবান,-বরাত্ জোর ।


(ইং-২৯-০৩-২০২০)
#-জেল্লা > চমৎকার, হাকডাক ।
#- বরাত্ জোর  > কপাল গুণে, ভাগ্যবান ।