অনিশ্চিত অপরিমাণ কর্ম ব্যস্ততা -
চারিধার বেখবর, ভরিয়া অস্থিরতা ,
অশুভ ছলনা ,বঞ্চনা, নানান কত -
আশা ঝলমল, বৈচিত্রে ভরিত ।


দহনে, ক্ষত-জ্বালা, বহনে মেলা ,
অধিক বাঞ্ছা, নয় কিছু ফেলা !
হেথা সুখের সাথে, দুঃখের খেলা -
যা সম্বলে সুস্বাদু , হল তার হেলা !


ভাঙন নেমেছে দাঁড়ানো পাড়ে -
পাড় বুঝি পড়িল বিনা ঝড়ে !
সময়ের খাতিরে মগন হয়ে -
দিন-কাল যাপন একই লয়ে ।


ঐ আলোর ছটার হাতছানি ,
কিনা মধুর রূপ ! স্বপ্নে মানি ।
বুকে টানি অতৃপ্ত বাসনারে !
বন্ধনে আবদ্ধ, মায়ার ’পরে ।


কত অস্থিরতা, ক্ষত, মাথায় ,
বাঁচা হায়হায়, হতাশায় তায় !


(ইং-২৬-১২-২০১৭)