রাতদিন ষড়যন্ত্র ও জল্পনা
গদির মোহ, সুখের কল্পনা ।
আচরণ কুশিক্ষা, অসাধুতায়  
সন্ধ্যা-প্রাতঃ নেশায় কাটায় ।
মূর্তমান বাসনা, জীবন ধন্য
পোষণে এ বিচার শুধু মান্য ।


জানে না, বর্তনান ও ভবিষ্যৎ
ভাল মন্দে বোঝে না তফাত ,
অদূর্দর্শী দেশের প্রতি কাজে
আস্থার জোরে সমাজে বাঁচে ।


অযোগ্য নেতা, ভরা ভীমরতি ,
সমাজ ধ্বংস- অশেষ ক্ষতি ।
তাদের বাঁচা মিথ্যায় চেঁচিয়ে ,
দেশ গোল্লায়, যায় পিছিয়ে ।


(ইং-২২-০৩-২০১৯)