প্রকৃতির সব জীব ,মানুষ ছাড়া
মান-হুশ নিয়ে না বিশেষ তাড়া
যদিও তারা গায়ের জোরে
একে অপরকে অত্যাচার করে ,
তা’ও আত্মরক্ষা ও পেটের টান
তা’ ছাড়া বৃথা কারো নেয় না জান ।
বসবাস, আহার-বিহার, সচরাচর
বাঁচে, প্রকৃতির ’পর, সবই নির্ভর ,
নিজে নিজেরা বিভেদ টেনে
শোনা যায়নি তারা- নিজধ্বংস আনে ।


সব ধ্বংসের মূলে মানুষ
এমনই কী হয় শ্রেষ্ঠ জীবের হুশ ?
ধর্ম-কর্ম-নীতি-অভিধান
প্রতি পাতায় লেখা এমনি সব জ্ঞান
জাগতিক আদর্শ নীতি মান্যতা
কত না অদ্ভূত জীবনের বিশেষতা !


(১০-০৫-২০২২)