কতোর ভাগ্য অনুকূল
কতোর জীবনে দুঃখ অতুল ,
মেলে না দু’মুঠো অন্ন-আহার
মাথাগোঁজার নেই কোন আগার ।
পেটের দায়ে দূরদেশে পাথর ভাঙ্গে ,
পরাধীন শৃঙ্খলে জীবন চলে নানা ঢঙ্গে ।


একা নয় !হাজারে শত
বাঁচতে পারে না সুস্থ্যমত ,
আজন্ম শুধু, হাড়ভাঙা খাটুনী
জীবনটা তার যেন যুগের ঘাণী ।
তারা বোবা, যদি বা বলে, অশোনা ,
সুসভ্য সমাজে তাদের হয় না গোনা ।


একগাদা দুঃখচাপা অতল
দু,চোখে জল-নিত্য চিরসম্বল ,
অনড়- অমর পাথরসম দুঃখভিত
কোন কালে মেলে না হিতের সুহৃদ ।
উল্টে আঘাত, ‘মড়ার পর খাড়ার ঘা' ,
এ কেমন মজবুরি ? জীবনটাই ধাঁধাঁ !


(২০-১০-২০২০)
“মজবুরি” > নিরুপায় , অনন্যোপায় ।