বনের বানর স্বভাবে ঊর্ধ্বগামি
তার ভলোবাসা উঁচু-উঁচু জমি ,
চড়ে উপরে ,পাহাড়ে পর্বতে -
গাছের মগ ডালে, খুব মাতে !


একদা মানবের প্রিয় ছিল জঙ্গল
জানত না চাষ, চালাতে লাঙল ,
বসবাস গাছে, পাথর- খোড়ল -
গুহা ছেড়ে আসে কূলে জল ।


পেল উর্বর মাটি, জমি সমতল –
সাথে, বুদ্ধি-মেধা করিয়া সম্বল ,
বাহুতে ধরে অসীম শক্তি- বল -
ফলায় মন মত, কত না ফসল ।


বিশ্বের কোণা কোণা তোলপাড় -
আসিল জীবনে উন্নতির জোয়ার ,
বংশ পরম্পরা রক্ষার তাগিদে
উৎসাহে অপার তারা মাতে ।
আপসে ভরা ছিল দরদী ভাবনা
কাটে কাল, অসহ্য সহ্যতে নানা ।


কালক্রমে স্বার্থে বাধে রেশারেশি
কলহ, দ্বন্দ্ব ভরে, সমাজে বেশী ।
তবু খোঁজে পথ, শুভর সম্ভাবনা ,
কেহ বোঝে, কেহ বোঝে না !
যতো মূঢ় অধম অকাজের ঢেঁকি ,
তারা চায় তাণ্ডব-রাজ, পাকাপাকি !


এভাবে মানবের হয় নীচ-গমন -
এখনো চলিছে সে গতির চলন ,
অনেক দুর্যোগ , পেরিয়ে আসা -
অবোঝা তবু মানবতার ভাষা ।


(ইং-১০-১০-২০১৮)