বিশ্বজন অনুভবী পেয়ে তীব্র আঁচ
অসহ্য জ্বালায় মোরা দূষি ভাইরাস্ ,
আশপাশ ভাইরাস্- সংখ্যায় অগুন্তি-
শ্রেণীতেও অসংখ্য, হিসাবে অশেষ
মানুষ অপারক , তারে করিতে শেষ ,
জগতে তবু বেঁচে-ভরে ভোগান্তি ।


শক্তিধর মানুষ পোষে সে বন্যহাতী-
দেখা যায় সুখে, ভূতসম লাথালাথি ।
সব বোঝে ভাল , ভোলে না আপন
কুকাজে নয় পিছপা, ধ্বংসতে মন ।


এ বিচিত্র কর্মকাণ্ডে ঘটনায় মেতে
মানুষের বড়ো নেশা, উদ্ধার পেতে ।
পরের হানিতে প্রকাশ্যে পাতে জাল -
দেখা গেছে, নিজে ডাকে নিজ-কাল ।


(ইং-০৩-০৯-২০২০)