শুরু খেকে ধারাপ্রবাহে শেখা রীতি  
না মূল্য, ভালোবাসা, প্রেম- প্রীতি ,
প্রচণ্ড অনাচারে ভরা যে সংস্কৃতি
সে খাদ্য রূপে, হজম করে স্বজাতি ।
মানি সে কুখ্যাত নাম- রাঘববোয়াল -
ভয়ংকর ভুখা ,মস্তবড়ো হা-করা গাল !


তার কামনা দেশে একছত্র রাজত্ব ,
পর অভাব অভিযোগে হেয় না গুরুত্ব
কালে বাঞ্ছা হয় পূরণ, জনদ্বারা সত্ত্ব
ছল চেহারায় শাসনে সর্বোপরি মত্ত ।


ভিক্ষুকের পরাণ পথে আছে বেঁচে
সকাল সন্ধ্যে দু’মুঠো অন্ন যেচে ,
ওরা কি পায়- ধরায় বাঁচার অধিকার ?
রাঘববোয়াল দেখে না- ফিরিয়ে ঘাঁড় ।
সিংহ বনের রাজা, আগে ভরা চাই পেট ,
অসময়ে কত নিরপরাধ- চড়ে তার ভেট ।


গরিমাময় পবিত্র কাজ- সে মানব সেবা -
উপবিষ্ট আজ পদে, নর দানব আর দেবা ,
মানুষ করে পরিমাপ, আচারণে বিচার ,
কে কোন শ্রেণীর প্রাণী- রাজ করে সংসার ।


(ইং- ১৪-০২-২০২০)