এ সব ভাগ্য বল- বা, নিকষ নিয়তি ,
নবসৃষ্টিতে যন্ত্রণা পায় সে পোয়াতী ।
কেহ ত্যাগ করে, কেহ অর্থ জোড়ে ,
এ ধারা প্রবাহমান যুগ-যুগ ধরে ।


নিজ ভান্ডারণে সে চতুর মূষিক ,
চোরাগর্ত খোঁড়ে, অমাপা অধিক ।
যদি বাড়ে ভিটেতে- খল বিপুল-
কামনা-বাসনা স্বপ্ন, ধ্বংস অতুল ।


দমনে নচ্ছার, কার্যত জানা খবর ,
মেলে ত্রাণ সমাধান, সম্মুখ সমর ।
বেবকুফ, বুদ্ধিমান, সব একই গতি ,
দ্বন্দ্বে অসতের নয় বিশেষ ক্ষতি ।
সৎ চায় বাঁচিতে নিয়ে বুদ্ধি বিবেক ,
অসৎ সে গৌণ, মরে বাঁচা যতেক ।


(ইং-১৮-০২-২০১৯)