সংসার মাঝে মহা উপকারী
জীবন সংগ্রামে প্রেরণাদায়ী ,
ক্ষুধা, চিন্তা ভাবনায় সাম্য প্রতিষ্ঠাকারী ।
শিক্ষায় মানবতা জ্ঞান জীবনের মর্মমূলে
অনুভূতি জাগায় সব বৈরী ভুলে ।


খিদে না থাকিলে যতো কর্মচাকা
ঘূর্ণন বন্দ করিত, তারা আচমকা ।
অহরহঃ ছুটাছুটি কর্মের টান
ক্ষুধার করণে এ ক্রিয়া সর্বস্থান- বিরাজমান ।
ক্ষুধা, শিক্ষা দেয় নৈতিক জ্ঞান
পারে সে গড়িতে, ধৈর্য্যধারী আদর্শবান ।


খিদের রাজ্য- বিনা করে জয়
জগতে সুখ ভোগে না- কোন মহাশয় ।
হোক না জীবনে যতোবার দেখা
ক্ষুধা আদরণীয় পরম বন্ধু-সখা ।


(০৬-১২-২০২০)