পারি নি জ্বালাতে দীপ
সে জীবন-সন্ধ্যাপ্রদীপ ,
আঁধার কুটীর সমীপ !
একমুষ্টি অন্ন যোগাতে
অযোগ্য । আর্তির পাতে ,
নিজেরে মানি শত-ধিক !


ভরা যে হাহাকার রোল
শূন্য মায়ের কোল ,
বেদনা জড়িত পল -
হেরি, আঁখি জল ,
শত চেষ্টায় কাল
অক্ষম ভরাতে কপাল !


সে বন্ধা ভূমির বুকে
কত চাষ করি দুখে ,
সিঞ্চি ,শীতল বারি
তবু , প্রতিবার হারি !


উজানে বাই তরী
সারাটা জীবন ধরি ,
আশায় সংঘর্ষ চলে
যদি সে কূল মেলে !


ডুবুরি, গহিন জলে
মুক্তো খুঁজি অতলে
শূন্য মুঠি দেখি খুলে ,
ব্যর্থ ! অকাজের মূলে ।


পরাধীন, বন্দি অগাধ
পাই না স্বাধীন স্বাদ -
চেষ্টা, উত্থানে তার
আমি হারা- কাতর !


থালায় বাড়া মিষ্টান্ন
নয় যেন মোর জন্য !
মুমূর্ষু রোগ শোকে
ওঠে না গ্রাস মুখে !


মানব তার জাগরণে
তীব্র লড়ে উত্থানে ,
হীনতা ছুঁড়ে ফেলে
হুঙ্কারে ! দলে দলে -
চলি না কোন কালে ,
মিছিলে, গলে গলে !
পড়া গৃহকোণে, স্থাবর ,
বিতৃষ্ণা, তার খবর !
অজানা সুরাহা দিক -
অপূর্ণ, সুযোগ্য শিখ !


(ইং-১৬-০৭-২০১৮)