মহাভারতে, জ্ঞাতি নিধন যজ্ঞ
গড়িতে ভবিষ্যৎ উজ্জ্বল ভাগ্য ,
যুক্ত, দৃঢ়জ্ঞান ভিত- প্রতিয়মান-
আছে নিদর্শন মূল্যে তার স্থান ।


দেবের ও আছে সম্যক ধ্যান
প্রকৃত ঘটনার সুবাচ্য তাঁর মান
রত্নসিন্ধুকে সুরক্ষিত সে শিক্ষা
সংসারে অহরহ দানিছে দীক্ষা ।


কূট রাজনৈতিক ঝঞ্ঝাঝড় মাঝে
সদা অশুভ রণভেরি-ডংকা বাজে
সে ইতিহাস স্বহাস্যে, অট্টহাসে ,
বলি, মোর পাতা খোঁজ সাহসে ।


স্বভাবে উদার ভাষ্য ভরা বুকে
মুক বধির , বাক সরে না মুখে ,
এখন কেবলি যুগধারা বদলায় -
না সেথা দেরী ,আসিতে প্রলয় !


চশমায় রং, ঘুণধরা ! ধর- অন্য ,
এ জ্ঞানোদয় কাম্যে সবার জন্য ।
আমি ইতিহাস- বলি, বার-বার -
স্বদেশী বিচার ,নহে তা’ উধার ।


ইতিহাসে শেখা , সাবধান বাণী
সংযোগে মানবের মগজে আনি ,
প্রতি পদক্ষেপে স্মরণে স্মৃতি -
সম্যক আচরণে জাগুক মতি ।


(ইং-০৮-০৪-২০১৮)